আগরতলা, ২ এপ্রিল : বাগমা কড়ইমুড়া দক্ষিণ গেট সংলগ্ন জাতীয় সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা দেয় অটো । সংঘর্ষের ফলে অটো চালকের পা আটকে যায়। যদিও তিনি অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বাগমা কড়ইমুড়া দক্ষিণ গেট সংলগ্ন জাতীয় সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা দেয় একটি অটো। সংঘর্ষের ফলে অটো চালকের পা আটকে যায়। যদিও তিনি অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছেন। নিজেের ভুলেই অটো চালক সঞ্জীব দাসের পা আটকে যায়।সাথে সাথে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয় মানুষ। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অটো চালককে তেপানিয়া হাসপাতালে পাঠিয়েছে।