জম্মু, ২৮ মার্চ (হি.স.): রবিবার থেকেই জঙ্গিদমন অভিযান চলছিল। তাতে প্রাণ গিয়েছে পুলিশ কর্মীর। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস।
উল্লেখ্য, রবিবার থেকে কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে নিরাপত্তা বাহিনীর। সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের দল গত পাঁচ দিন ধরে এই এলাকায় জঙ্গি দমনে তৎপর হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে দুই জঙ্গির নিকেশ হওয়ার খবর মেলে। আর শুক্রবার জানা যায় যে, জঙ্গিদমন অভিযানে শহীদ হয়েছেন পুলিশকর্মী।