স্থানীয় সংবাদপত্রের বিরুদ্ধে ‘স্বাধিকার ভঙ্গনের’ প্রস্তাব দাখিল করলেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৬ মার্চ: ত্রিপুরার স্থানীয় সংবাদপত্র ” ডেইলি দেশের কথা” -র সম্পাদকের বিরুদ্ধে সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ “স্বাধিকার লঙ্ঘনের’ প্রস্তাব দাখিল করেছেন। ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের কাছে জমা দেওয়া অভিযোগে মন্ত্রী নাথ সংবাদপত্রটির বিরুদ্ধে বিধানসভা অধিবেশনে তাঁর করা মন্তব্যকে “বিভ্রান্তিকর এবং ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন” প্রকাশের অভিযোগ এনেছেন।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ বাজেট আলোচনা চলাকালীন মন্ত্রী নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বলেছিলেন, “উনার ভাষণে উনি জাত চিনিয়ে দিয়েছেন। যার অর্থ “তাঁর ভাষণে, তিনি তাঁর আসল রূপ প্রকাশ করেছেন। পরবর্তী সময়ে শ্রী নাথ তাঁর বক্তব্য স্পষ্ট করার জন্য যোগ করে বলেন, “জিতেন্দ্র বাবু উনার ভাষায় কমিউনিস্টের জাত চিনিয়েছেন। আপনাকে এই জায়গায় আর নেব না, কারণ আপনি এই জায়গায় নাই,.যার অর্থ “জিতেন্দ্র বাবু তাঁর ভাষণে কমিউনিস্টদের আসল রূপ প্রকাশ করেছেন। আমি আপনাকে এই জায়গায় আর দেখতে চাই না, কারণ আপনি এই জায়গার নন।”

এদিন শ্রী নাথ বলেন, আমার বক্তব্যের কোনো অসংসদীয় অর্থ নেই। যাইহোক, রাজনৈতিক লাভের জন্য এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য আমার মন্তব্যকে বিকৃত করার প্রয়াসে সিপিআইএম দলের স্থানীয় মুখপাত্র “ডেইলি দেশের কথায় বিভ্রান্তিকর এবং ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে। আমার কথাগুলোকে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে ঘৃণাপূর্ণ উস্কানি দেওয়া হয়েছে।

মন্ত্রী তাঁর প্রস্তাবের সমর্থনে সংবাদপত্রের প্রতিবেদনের কপি এবং বিধানসভার কার্যবিবরণীর প্রাসঙ্গিক অংশগুলি সংযুক্ত করেছেন। তিনি ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও কার্য পরিচালনা বিধি ১৭৩-এর অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *