আগরতলা, ১৮ মার্চ: ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশনে মিলিত হয়েছে টিআইএসএফ।
এদিন সংগঠনের এক কর্মী বলেন, দীর্ঘ দিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি শিক্ষা দপ্তরে জানানো হচ্ছে। তারপর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আসলে জনজাতি ছাত্র ছাত্রীদের ভাবাবেগ নিয়ে খেলছে সরকার। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতির নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নি। তাই আজ আবারো পর্ষদ সভাপতির নিকট তাদের দাবি সনদ তুলে দিয়েছেন তাঁরা।
এদিন তিনি আরও জানিয়েছেন, ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের একচেটিয়াভাবে একটি লিপিতে, বিশেষ করে ছাত্র ছাত্রীদেরম বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের দাবি, অতিসত্বর ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার করা হোক।