আগরতলা, ১৮ মার্চ: বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাবার শ্রমিকরা। এমনটাই অভিযোগে বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাটস্থিত আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করেন বঞ্চিত শ্রমিকরা।
প্রসঙ্গত, জীবন জীবিকা নির্ভর করার একমাত্র উৎসই হল রাবার বাগান। সেই রাবার শ্রমিকদের বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে সোমবার সকালে ঘেরাও করেন বঞ্চিত শ্রমিকরা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশন টিএফডিপিসি লিমিটেডের আন্ডারে ৪৪ জন রাবার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদেরকে বেতন সহ বাগানে কাজ করার পোশাক সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন রাবার দপ্তর। একাধিকবার উনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সে বিষয় নিয়ে দাবি জানালেও কাজের কাজ কিছু হয়নি। বাধ্য হয়ে সোমবার সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করে রাখেন।
তাঁদের দাবি, যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজে যোগদান করছেন না। এদিকে ওসি অনন্ত শর্মার কাছ এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছু বলতে রাজি নয়।