আগরতলা, ১৮ মার্চ: কেন্দ্রীয় বাজেটে শ্রমিকদের জন্য কোনও সুযোগ সুবিধা রাখা হয়নি। এরই প্রতিবাদে সারা দেশব্যাপী জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। এরই অঙ্গ হিসেবে আজ শহরে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের হাতে দাবি সনদ তুলে দিয়েছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির নেতৃত্বরা।
এদিন সংঘেট এক নেতা বলেন, কেন্দ্রীয় বাজেটে মজদুরদের জন্য কোন ব্যবস্থাই রাখা হয়নি। তারই প্রতিবাদে ছয় দফা দাবিতে ভারতীয় মজদুর সংঘ আজ সারা দেশব্যাপী জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে। এরই অঙ্গ হিসেবে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের সব কটি জেলার সাথে তাল মিলিয়ে পশ্চিম জেলা কমিটির উদ্যোগে জেলা শাসকের হাতে দাবী সনদ তুলে দিয়েছে প্রতিনিধি দল।
দাবিগুলোর মধ্যে অন্যতল হল, বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ বন্ধ করা, সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা।