কারও কবর অথবা সমাধিসৌধ ক্ষতিগ্রস্ত কিংবা ভাঙা ঠিক নয় : মায়াবতী

লখনউ, ১৮ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের খুলদাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। এই দাবিকে ঘিরে ক্রমেই ঘোরালো হচ্ছে পরিস্থিতি, এমতাবস্থায় সতর্ক করে দিলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। মঙ্গলবার এক্স মাধ্যমে মায়াবতী জানিয়েছেন, কারও কবর অথবা সমাধিসৌধ ক্ষতিগ্রস্ত কিংবা ভাঙা ঠিক নয়।

মায়াবতী এক্স হ্যান্ডেলে সতর্ক করে লিখেছেন, “মহারাষ্ট্রে কারও কবর অথবা সমাধিসৌধ ক্ষতিগ্রস্ত করা কিংবা ভাঙা সঠিক নয়, কারণ এতে সেখানে পারস্পরিক ভ্রাতৃত্ব, শান্তি এবং সম্প্রীতি নষ্ট হচ্ছে। সরকারের উচিত এই ধরনের অশান্ত উপাদানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বিশেষ করে নাগপুরে, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যা ঠিক নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *