ককবরক পরীক্ষায় বাংলা হরফে প্রশ্নপত্র, সাহায্য করেননি পরীক্ষক: প্রদ্যোত

আগরতলা, ১৭ মার্চ : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় ককবরক বিষয়ের প্রশ্নপত্র করা হয়েছে বাংলা হরফে। কিছু কিছু বিদ্যালয়ে জনজাতি ছাত্রছাত্রী, যারা বাংলা বুঝতে পারেনি তাদের সাহায্য করেননি পরীক্ষক। ফলে বহু জনজাতি ছাত্রছাত্রীর পরীক্ষায় বিঘ্ন ঘটেছে। ভালো করে পরীক্ষা দিতে পারেনি তারা। সোমবার সামাজিক মাধ্যমে এসে এমনটাই অভিযোগ করেছেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে যেসকল জনজাতি ছাত্রছাত্রী ককবরক পরীক্ষায় বাংলা হরফের প্রশ্নপত্র বুঝতে পারবে না, তাদের সাহায্য করবে পরীক্ষকগণ। কিন্তু, ককবরক পরীক্ষায় বেশ কিছু কেন্দ্রে ছাত্রছাত্রীদের বাংলা হরফে প্রশ্নপত্র বুঝিয়ে দিতে কোনো প্রকার সাহায্য করেননি পরীক্ষক, এমনই অভিযোগ উঠেছে। ফলে পরীক্ষাকেন্দ্রে বিপাকে পড়েছেন জনজাতি ছাত্রছাত্রীরা।

প্রদ্যোত বলেন, তিনি ইতিমধ্যেই টিএসএফ নেতৃত্বদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করে এই বিষয়ে আলোচনা করে ওই বিদ্যালয়গুলোতে দায়িত্বে থাকা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে তিনি পুনরায় জনজাতিদের ঐক্যবদ্ধ হয়ে একপ্রকার লড়াইয়ে নামার আহবান জানিয়েছেন। এবিষয়ে বিধানসভার ভেতরে ও বাইরে সোচ্চার হওয়ারও আহবান জানিয়েছেন তিনি। যদিও কোন কোন বিদ্যালয়ে এধরনের ঘটনা ঘটেছে, বা কতজন জনজাতি ছাত্রছাত্রীর পরীক্ষায় অসুবিধা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্যই দেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *