আহমেদাবাদ, ১৬ মার্চ (হি.স.): সুস্থ ভারতের লক্ষ্যে এই রবিবারও ‘ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল’ অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। রবিবার সকালে গুজরাটের আহমেদাবাদে, সবরমতী নদীর তীরে ‘ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল’ অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মনসুখ মান্ডভিয়া। আরও অনেকের সঙ্গে সাইকেল চালান কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি বলেছেন, “ফিট ইন্ডিয়া আন্দোলন বাস্তবায়নের জন্য ‘ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল’ আন্দোলন চলছে এবং সর্বত্র তরুণরা এতে অংশ নিচ্ছেন। আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এটি প্রয়োজন। আপনারা সুস্থ থাকার মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ সংকল্প পূরণ করতে পারেন।”