আগরতলা, ১৪ মার্চ: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে কলমচৌড়া থানার পুলিশ। আজ ভোরে এক বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে বাড়ির মালিককে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে থানায় খবর আসে কাউসার মিয়া ও আমির হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে মাটির নিচ থেকে ৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে কাউসার মিয়াকে আটক করা হয়েছে। কিন্তু পুলিশের অভিযানের আগাম খবর পেয়ে অপর নেশা কারবারি বাড়ি থেকে পালিয়ে যায়। দুজনের নামে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্ত কাউসার মিয়াকে আজ দুপুরে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।