বিশালগড়, ১২ মার্চ : যান দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারে রাতের আঁধারে বিশালগড়ে যান দুর্ঘটনা সংঘটিত হল। স্কুটি দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে এক যুবক। বিশালগড় ব্রীজ চৌমুহনী শনি মন্দিরের পাশে আগরতলা উদয়পুর সড়কে স্কুটি দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে বিশালগড় অফিসটিলা নমঃপাড়া এলাকার যুবক।
আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা। বিশালগড় হাসপাতাল থেকে আহত যুবককে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীররাতে। জানা যায় টিআর০৭-জি-৫২১৭ নাম্বারের একটি স্কুটি নিয়ে দ্রুতগতিতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শনি মন্দিরের পাশে স্কুটিসহ রাস্তায় ছিটকে পড়ে যায় জয়শীস পাল নামে এক যুবক। দুর্ঘটনায় তার মুখে মাথায় পায়ে হাতে প্রচন্ড আঘাত পায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।