রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ যুবক

আগরতলা, ১২ মার্চ: রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এক যুবক। ওই ঘটনায় সোনামুড়া থানাধীন বেজিমারা বি বি ইটভাট্টা সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আবুল কাসেম ওরফে মালু দীর্ঘদিন ধরে সোনামুড়া ডায়না হোটেলে কর্মরত ছিল। গত সোমবার সে তার মায়ের সঙ্গে বন্ধনের টাকা নিয়ে তর্ক বিতর্ক করে তার নিজ স্ত্রী ও সন্তানকে ছেড়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এদিকে অসহায় মা বিভিন্ন জায়গা পাগলের মতন খোঁজাখুঁজি করে। তার হদিশ না পেয়ে আজকে সোনামুড়া থানা একটি নিখোঁজ ডায়েরী করেন।

মা হোসনারা বেগম ছেলে নিখোঁজ হওয়ার পর খুব অসহায় পড়েন। কারণ পরিবারের আয় রুজির একমাত্র উৎস তার একমাত্র ছেলে। ঘরে খাওয়ার মতন কোন কিছু নেই। ছেলের নিখোঁজের কথা বলতে গিয়ে মা হোসনারা বেগম চোখের জল ধরে রাখতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *