অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য দাবির পক্ষে সাংবাদিক সম্মেলন
আগরতলা, ১২ মার্চ: আজ ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দাবি করা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের সমস্যাসমূহ এবং ন্যায্য দাবিগুলি বারবার উপেক্ষিত হয়ে আসছে।
অঙ্গনওয়াড়ি কর্মীরা মাতৃ ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, তারা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স সংঘ, যা ভারতীয় মজদুর সংঘের অধিভুক্ত একটি ইউনিয়ন, তাদের বিভিন্ন প্রধান দাবি সম্পর্কে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে।
সংগঠনের পক্ষ থেকে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারী কর্মচারীর মর্যাদা প্রদান, অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ২৪,০০০ টাকা এবং সহায়িকাদের ক্ষেত্রে ২১,০০০ টাকা নির্ধারণ, অবসরের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের ৫,০০০ টাকা এবং সহায়িকাদের ৪,০০০ টাকা মাসিক পেনশন প্রদান সহ আরও ৭টি গুরুত্বপূর্ণ দাবি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই দাবিগুলো কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স সংঘের সাধারণ সম্পাদিকা মিনা দেবনাথ।
অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স সংঘের পক্ষ থেকে জানানো হয়, যদি সরকারের পক্ষ থেকে দাবিগুলি না মানা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। ভারতীয় মজদুর সংঘের অনুমতিক্রমে এই আন্দোলন সংঘটিত হবে বলেও উল্লেখ করেন তারা।
অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে অবিলম্বে এই দাবির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।