কৈলাসহর, ১১ মার্চ : ব্রাউন সুগারসহ দুই যুবককে আটক করেছে কৈলাসহর থানার পুলিশ। এর সাথে একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কৈলাসহর থানার পুলিশ চিনিবাগান এলাকার নাকা পয়েন্টে উৎ পেতে ছিল। রাত ২টা নাগাদ দুই যুবক বাইক চালিয়ে নাকা পয়েন্টে আসলে পুলিশ তাদের আটক করে। পরে ওই যুবকদের সাথে থাকা জিনিসপত্র তল্লাশি করে পাঁচটি সাবান কেইসে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, সাবান কেইস থেকে উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা হবে।