আগরতলা, ১১ মার্চ: গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে জিআরপি এবং আরপিএফ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে ৩৫০ বোতল কফ সিরাপ এসকাপ উদ্ধার করা হয়েছে। তবে ওই নেশা সামগ্রী মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি তাপস দাস।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে রুটিন চেকআপের সময় আগরতলা সরকারি রেল পুলিশ ও আরপিএফ যৌথভাবে তল্লাশি চালিয়েছে। অভিযানে প্রায় ৩৫০ বোতল বেআইনি কফ সিরাপ এসকাপ উদ্ধার করে। তবে এই নেশা সামগ্রীর মালিকের খোঁজ পাওয়া যায়নি। হয়তো পুলিশ দেখে পালিয়ে যায় পাচারকারী বলে প্রাথমিক ধারণা। ওই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত চালিয়ে শুরু করেছে।