আগরতলা, ১০ মার্চ : রাজ্যে ৩টি নতুন প্রধান ফৌজদারি আইন কার্যকর করার বিষয়ে নিয়ে আগরতলায় এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সোমবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সভাপতিত্বে আগরতলায় এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর যুদ্ধ কক্ষে আয়োজিত এদিনের বৈঠকে স্বরাষ্ট্র, পুলিশ, আইন, প্রসিকিউশন, ফরেন্সিক, স্বাস্থ্য, কারাগার সহ সকল দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
মূলত রাজ্যে ৩টি নতুন প্রধান ফৌজদারি আইন কার্যকর করার বিষয় নিয়ে এদিন সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এবং আইন গুলো যথাযথ ভাবে খতিয়ে দেখা হয়। তবে এই তিনটি ফৌজদারি আইন রাজ্যে কবে লাঘু হবে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।