নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ভোটার তালিকা নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও, তিনি মনে করেন, এই সংক্রান্ত আলোচনা হবে না। রাহুলের এই দাবির প্রেক্ষিতে তাঁকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, “রাহুল গান্ধীর একটু পড়াশোনা করা উচিত। এগুলি সবই সাংবিধানিক প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন এমন দু’টি প্রতিষ্ঠান যাদের বিষয়ে সংসদে আলোচনা করা যায় না। তবে, তাঁদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যেতে পারে।”
মনোজ তিওয়ারি আরও বলেছেন, “রাহুল গান্ধী আজ যে বিষয়টি উত্থাপন করেছেন, তিনি হয়তো জানেন না যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই বিষয়ে তিন মাস সময় নিয়েছে। যেহেতু নির্বাচন কমিশন বর্তমানে এটি পর্যালোচনা করছে, তাই এটি সংসদে আলোচনা করা যাবে না। নির্বাচন কমিশন নিজস্ব সিদ্ধান্ত জানানোর পরেই কেবল সংসদে এটি নিয়ে আলোচনা করতে পারে।”
—————