কমলপুর, ১০ মার্চ : কমলপুর ডি ডব্লিউ এস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ডিভিশন অফিসে তালা খোলার সময় নিয়ে প্রশ্ন উঠেছে। একদিন নয়, বরং দিনের পর দিন দপ্তরের তালা খোলা হয় দপ্তরের কর্তার মর্জিমাফিক, কখনো বেলা পৌনে ১২টা, কখনো ১২টা নাগাদ।
আজ সোমবারও অফিস খোলার সময় ছিল অনিয়মিত। ডিভিশন অফিসে কর্মচারীরা সময়মতো উপস্থিত হলেও গেটের তালা খোলা হয় ঘড়িতে যখন বেলা ১২টা বাজতে ০৫ মিনিট বাকি। জানা গেছে, দপ্তরের এক্সিকিউটিভ অফিসার অফিসে নেই। কর্মচারীরা জানান, তিনি আমবাসা অফিসে মিটিংয়ে গিয়েছেন।
দপ্তরে থেকে জানা গেছে, ডিভিশন অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গত শুক্রবার বিকালে আগরতলা নিজের বাড়িতে চলে গেছেন। তার ফিরে আসার সময় গড়িয়ে গেলেও বেলা ১২টা পর্যন্ত অফিসে প্রবেশ করেননি। সোমবারও, পৌনে ১২টায় অফিস খোলা হয়নি। এদিকে, আজ অফিসের কয়েকজন কর্মচারী সময়মতো এসে তালা ঝুলানো দরজায় দাঁড়িয়ে আছেন, এমন দৃশ্য দেখা গেছে। এ ঘটনা নিয়ে কর্মচারী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।