দুর্নীতির আখড়া মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো, বিজেপির শাসন চলছে দুর্নীতি ও থ্রেট কালচারে, অভিযোগ বাম যুব সংগঠনের

আগরতলা, ১০ মার্চ : রাজ্যে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারির প্রতিবাদে আজ বিক্ষোভে সামিল হল বামপন্থী যুব সংগঠনগুলি। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে আজ রাজপথে মিছিল বের করা হয়, যেখানে বিজেপি সরকারের দুর্নীতি, অপশাসন এবং থ্রেট কালচার নিয়ে প্রতিবাদ জানানো হয়।

মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম যুব নেতা নবারুণ দেব অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি ভয়ংকর রূপ নিচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে অন্য দপ্তরগুলোতে দুর্নীতি এবং কেলেঙ্কারি চলছে। দুর্নীতির আখড়াগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো। তিনি আরও বলেন, বিজেপি সরকারের অপশাসন, দুর্নীতি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এদিকে, বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি বিরোধী নেতা পলাশ ভৌমিকও বলেন, বিজেপি শাসনকালে বিভিন্ন দপ্তরে দুর্নীতির ঘটনা প্রমাণিত হয়েছে। এই দুর্নীতি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করার জন্য আজকের মিছিল আয়োজিত হয়েছে।

রাজ্যের পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করে তিনি বলেন, আজকের এই প্রতিবাদ মূলত জনগণকে সচেতন করার জন্য, যাতে তারা বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *