কলকাতা, ৭ মার্চ (হি.স.): উত্তুরে হাওয়ার সৌজন্যে বসন্তেও দক্ষিণবঙ্গে ভোর ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি রয়েছে, শুক্রবার সকালেও মৃদু শীতের আমেজ অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এই পরিস্থিতির শীঘ্রই পরিবর্তন হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হয়তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি হবে। তার আগে শুক্রবার কলকাতায় অনেকটাই নামল তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম।