পাঁচকুলা, ৭ মার্চ (হি.স.): হরিয়ানা-হিমাচল প্রদেশ সীমানার কাছে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়ল বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। শুক্রবার রুটিন মহড়ার সময় কোনও ত্রুটির কারণে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। তবে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পঞ্চকুলা জেলার রায়পুর রানির কাছে একটি পাহাড়ি বনাঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।
আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল বিমানটি। বিমানটি মাটিতে আছড়ে পড়ার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসেন পাইলট। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

