হায়দরাবাদ, ৭ মার্চ (হি.স.): ধসে পড়া সুড়ঙ্গে কেটে গিয়েছে ১৩ দিন। ভিতরে এখন আটকে রয়েছেন আট জন শ্রমিক ও ইঞ্জিনিয়ার। তাঁরা কী অবস্থায় আছেন, তা এখনও জানা যায়নি। আশার আলোও প্রায় নিভে এসেছে। তবে, হাল ছাড়তে নারাজ উদ্ধারকারী দল। এখনও চলছে উদ্ধারকাজ।
গত ২২ তেলঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন আট শ্রমিক। তাঁদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল নিরন্তর কাজ করে চলেছেন। নানা রকম ভাবে চেষ্টা করা হয়েছে সবাইকে উদ্ধারের জন্য। কিন্তু এখনও শ্রমিকদের অবস্থান জানা সম্ভব হয়নি। এমনকি তাঁদের কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। তবে আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা।