তেলিয়ামুড়া, ৫ মার্চ : উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মা এবং এমডিসি কমল কলইয়ের বিধানসভা কেন্দ্রে উপজাতি অধ্যুষিত এলাকার ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড পেতে না পারার এক করুণ চিত্র উঠে এসেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয় থেকে।
বিদ্যালয়ের কর্মচারী জানায়, গত কয়েক মাস আগে স্টাইপেন্ডের জন্য ছাত্রদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় ছিল। কিন্তু অধিকাংশ ছাত্রের কাছে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় এবং স্টাইপেন্ড পোর্টালের আইডি ও পাসওয়ার্ড স্কুল কতৃপক্ষের কাছে না থাকার কারণে কোনো ছাত্রই স্টাইপেন্ড পায়নি।
এটি একদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতির দিক তুলে ধরছে, অন্যদিকে উপজাতি ছাত্রদের মধ্যে দুর্ভোগ সৃষ্টি করেছে। বিদ্যালয়ের ওই কর্মচারী আরো জানান, আইএস দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে জানানো হলেও, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত, এ নিয়ে আশঙ্কায় রয়েছেন অভিভাবকরা।