কলকাতা, ৪ মার্চ (হি.স.) : মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে । ২০০২ এবং ২০১৩ সালের টুর্নামেন্টে জয়লাভের পর ভারত তাদের তৃতীয় শিরোপার জন্য দৌড়ে নামবে। এবার ভারত ষষ্ঠ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলতে নামছে। ভারত শেষবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছিল ২০১৭ সালে বার্মিংহামে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের রেকর্ড :
খেলা ম্যাচ: ৫টি ,ভারত জিতেছে : ৪টি, ভারত হেরেছে : ১টি, শেষ ফলাফল : ২০১৭ সালে বার্মিংহামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে ভারত বাংলাদেশকে হারিয়েছিল।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের ফলাফল :
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হেরেছে (১৯৯৮, ঢাকা)
দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছে(২০০০, নাইরোবি)
দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারিয়েছে(২০০২, কলম্বো)
শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে (২০১৩, কার্ডিফ)
বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে (২০১৭; বার্মিংহাম)