নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
১৪তম ফেডারেশন কাপে ১৫৫ সেন্টিমিটারে গ্রুপে প্রথম ত্রিপুরার মেয়ে রিতা নাগকে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস এসেসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। ইন্ডিয়ান বডি বিল্ডারস ফেডারেশন এর উদ্যোগে ১৪ তম ফেডারেশন কাপে ১৫৫ সেন্টিমিটারে গ্রুপে প্রথম ত্রিপুরার মেয়ে রিতা নাগ। আজ তাকে আগরতলা প্রেসক্লারে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস এসেসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বডি বিল্ডার্স দুলাল কর্মকার।
2025-03-02