নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): একই ভোটার কার্ড নম্বরে একাধিক ভোটার ও ভুয়ো ভোটার বিতর্কের মাঝে বিজ্ঞপ্তি জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দু’টি ভিন্ন রাজ্যের ভোটারদের এপিক নম্বর একই হতে পারে। একই এপিক নম্বর মানেই ভুয়ো ভোটার নয়। তবে একই এপিক নম্বরযুক্ত ভোটারদের জন্য জনসংখ্যার বিবরণ, বিধানসভা নির্বাচনী এলাকা এবং ভোটকেন্দ্র-সহ অন্যান্য বিবরণ ভিন্ন। এপিক নম্বর নির্বিশেষে, যে কোনও ভোটার কেবল তাদের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যেখানে তারা নথিভুক্ত রয়েছেন সেই নির্বাচনী কেন্দ্রের নির্ধারিত ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন। অন্য কোথাও নয়। এপিক নম্বর নিয়ে বিতর্ক মেটাতে সকল ভোটারকে আলাদা আলাদা ইউনিক এপিক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
2025-03-02