নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হায়দরাবাদ হাউসে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে ভারত ও কাতারের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি বিনিময় হয়। এছাড়াও ভারত ও কাতারের মধ্যে আয়ের উপর করের ক্ষেত্রে দ্বিগুণ কর এড়ানো এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধের জন্য সংশোধিত চুক্তির বিষয়ে চুক্তি বিনিময় হয়েছে।
সোমবার রাতে দু’দিনের সফরে ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দিল্লির বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফরে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে এদিন রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, কাতারের আমিরকে গার্ড অফ অনারও প্রদান করা হয়। ভারত সফরে আসা কাতারের আমিরের সঙ্গে এসেছে একটি উচ্চ পর্যায়ের কাতারি প্রতিনিধি দলও। যাদের রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।