জয়পুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দিয়া কুমারী বুধবার সেই রাজ্যের বিধানসভায় ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট পেশ করবেন। মঙ্গলবার উপমুখ্যমন্ত্রী রাজ্য বাজেট চূড়ান্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব (অর্থ) অখিল অরোরা, সচিব (বাজেট) দেবাশীষ পৃষ্টি, সচিব (ব্যয়) নবীন জৈন, সচিব (রাজস্ব) কুমারপাল গৌতম, নির্দেশক (বাজেট) ব্রিজেশ কিশোর শর্মা প্রমুখ।
—————