গাজীপুর,১৫ ফেব্রুয়ারি (হি.স.) : নেপাল থেকে প্রয়াগরাজগামী তীর্থযাত্রীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার সকালে গাজীপুর জেলার মহরাজগঞ্জ এলাকায় বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ১২ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এক পুলিশ আধিকারিক জানান, নেপাল থেকে আসা বাসটি ৪০ জন তীর্থযাত্রীকে নিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভ স্নানে যাচ্ছিল। গাজীপুর জেলার শাহর থানার অন্তর্গত মিরনাপুর মহরাজগঞ্জের কাছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একাধিক জনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।