মৌমাছির আক্রমনে আহত ছাত্রছাত্রী সহ আহত ৯ জন

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: মৌমাছির আক্রমনে আহত ছাত্রছাত্রী সহ আহত ৯ জন। শনিবার সকালে কমলাসাগর বিধানসভার দেবীপুর স্কুলের সামনে ওই ঘটনা। তাদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, হঠাৎ ঝাঁকে ঝাঁকে মোমাছির আক্রমন শুরু করে স্কুলে ছাত্রছাত্রী সহ পথ চলতি মানুষের। চিৎকার চেঁচামেচি করার পর এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল। আহতদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *