ভারতীয়দের বিতাড়িত ইস্যুতে উত্তাল সংসদ, উভয়কক্ষের অধিবেশন মুলতুবি

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): আমেরিকা থেকে ভারতীয়দের বিতাড়িত ইস্যুতে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল সংসদ। আমেরিকা থেকে ভারতীয়দের বিতাড়িত করার বিষয়ে এদিন সংসদে আলোচনার দাবি জানান বিরোধী দলের সাংসদরা। লোকসভা ও রাজ্যসভা, সংসদের উভয়কক্ষেই হইচই করেন বিরোধী দলের সাংসদরা।

তুমুল হইহট্টগোলের কারণে লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়, রাজ্যসভার অধিবেশনও দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। ফের লোকসভার অধিবেশন শুরু হবে দুপুর দু’টোর পর এবং রাজ্যসভার অধিবেশন শুরু হবে দুপুর বারোটার পর।