বিহারের জন্য মাখানা বোর্ড গঠিত হবে: নির্মলা সীতারমন 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর দেওয়া হয়েছে। বিহারের জন্য মাখানা বোর্ড গঠনের কথা বলা হয় এদিন। বলা হয়, মাখানা উৎপাদন আরও বাড়াতে জোর দেওয়া হবে। নির্মলা সীতারমন বলেন, বিহারের মানুষের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে। মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিপণনের উন্নতির জন্য রাজ্যে মাখানা বোর্ড গঠিত হবে। এই বোর্ড কৃষকদের সহায়তা প্রদান করবে এবং সমস্ত প্রাসঙ্গিক সরকারি প্রকল্পের সুবিধাগুলি পাওয়ার জন্য কাজ করবে।

উল্লেখ্য, চিরাচরিত বই-খাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বইখাতা’-র পরিবর্তে ট্যাব হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *