হরিয়ানায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, বাস–ট্রাকের সংঘর্ষে আহত ৩

ফতেহাবাদ, ৩১ জানুয়ারি (হি.স.) : শুক্রবার সকালে হরিয়ানার ফতেহাবাদে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ছিল তলানিতে। এর ফলে জাতীয় সড়কের বড়পাল গ্রামের কাছে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রাকের  ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের সামনের সিটে বসে থাকা ৩ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এক পুলিশ আধিকারিক জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল, যার কারণে রাস্তায় যান চলাচলের অসুবিধা হচ্ছিল। হরিয়ানার  ফতেহাবাদ থেকে ঝুনঝুনুর উদ্দেশ্যে যাওয়ার সময়ে একটি যাত্রিবাহী বাস বড়পাল গ্রামের কাছে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সামনের সিটে বসে থাকা ৩ জন যাত্রী আহত হন। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।