আগরতলা, ১৮ জানুয়ারি: সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ৫৬ ধর্মনগর মন্ডলের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয় ডিএম অফিসের সম্মুখে। বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনের সামনে থেকে বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে হাজার হাজার বিজেপি সমর্থকদের উপস্থিতিতে শহর পরিক্রমা করে অবশেষে ডিএম অফিসের সামনে এসে সমাবেশে জমায়েত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন,উপস্থিত ছিলেন ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ,জেলার সহ-সভাপতি করুণা নাথ।
এদিন বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, সারা দেশ জুড়ে সংবিধান গৌরব অভিযান চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে তারই অঙ্গ হিসাবে ধর্মনগর মন্ডলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন ১৯৫০ সাল থেকে সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের উপর তৎকালীন কংগ্রেস দলের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু থেকে শুরু করে পরবর্তী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সবাই বারবার সংবিধান পরিবর্তন করেছেন। কিন্তু ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের সংবিধানকে প্রণাম করেছেন তিনি এই সংবিধানকে দেশের সম্পদ হিসেবে বিবেচনা করেছেন এবং সর্বদাই সংবিধানকে সম্মান জানিয়ে গেছেন।
এদিন তিনি আরও বলেন, কংগ্রেস ও সিপিআই(এম)’র এই চক্রান্ত কখনো সাফল্য লাভ করবে না সংবিধান বাঁচাতে সংবিধান রক্ষা করতে ভারতীয় জনতা পার্টি একাগ্র চিত্ত। কোন দুষ্টচক্রই সংবিধানের কোন অমর্যাদা করতে পারবেনা কারণ সংবিধান রক্ষাতে সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্য প্রত্যেকটা জেলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর তারা কংগ্রেস সিপিএমের দুষ্ট চক্রান্তের বিরুদ্ধে এই ভাবেই প্রতিবাদ জানাবে। ৫৬ মন্ডলের উদ্যোগে আজকের সমাবেশে হাজার হাজার মানুষের সমাগমকে তিনি স্বাগত জানিয়ে বলেন,ধর্মনগরের মানুষ বারবার বুঝিয়ে দিয়েছেন ধর্মনগরের জনগণ সর্বদাই তাঁর পাশে আছেন।