কংগ্রেসের দোসর হয়ে বাবাসাহেবের ফটো নিয়ে মিছিল করে বেড়াচ্ছে সিপিআইএম, তাদের লজ্জা থাকা উচিত : সাংসদ রাজীব

আগরতলা, ১৭ জানুয়ারি: কংগ্রেসের দোসর হয়ে বাবাসাহেবের ফটো নিয়ে মিছিল করে বেড়াচ্ছে সিপিআইএম। যেই সিপিআইএম সারা দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তাদের লজ্জা থাকা উচিত। আজ সংবিধান গৌরব অভিযানকে সামনে রেখে সদর (শহর) জেলার উদ্যোগে শহর আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত পথসভায় এমনটাই অভিযোগ করেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য

এদিনের রেলিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা। রেলিটি বিজেপি প্রদেশ কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন তিনি বলেন, বিজেপি সরকারে তরফ থেকে ৭৫ তম সংবিধান দিবস উদযাপন করা হচ্ছে। কারণ, আমাদের কাছে সংবিধান হল ঐতিহ্যবাহী সংবিধান। কিন্তু বিগত দিনে ক্ষমতাশীল বাম ও কংগ্রেস সংবিধান এবং সংবিধান রচয়িতাকে অপমান করেছে। আজ তারাই সংবিধানকে মাথায় তুলে বিভিন্ন জায়গায় প্রচার- প্রসার করছে। তাঁর অভিযোগ, বিগত দিনে সংবিধানের দেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। কিন্তু জহরলাল নেহুরুর সরকার ওই সংবিধানকে সংশোধন করে সব ছবি মুছে ফেলেছেন।

এদিন শ্রী ভট্টাচাৰ্য বলেন, বিগত দিনে কংগ্রেস বাবাসাহেবকে শুধুই অপমান করে গেছেন। এমনকি সংসদে পর্যন্ত প্রবেশ করতে দেন নি। হাস্যকর ব্যাপার আজ সেই কংগ্রেস সংবিধান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাঁর কটাক্ষ, যেই সিপিআইএম সারা দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তারাও আজ কংগ্রেসের দোসর হয়ে বাবাসাহেবের ফটো নিয়ে মিছিল করে বেড়াচ্ছে। লজ্জা থাকা উচিত তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *