আগরতলা, ১৫ জানুয়ারি : ত্রিপুরার চম্পকনগরে ১কোটি টাকার পাচারকৃত বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। পাচারের বিরুদ্ধে একটি বড় অভিযানে, আসাম রাইফেলস, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর সহযোগিতায়, ত্রিপুরার পশ্চিম জেলার চম্পকনগরে ১০০টি কার্টুনে আমদানি করা বিদেশী সিগারেটের একটি পাচার কার্যকে সফলভাবে আটক করা হয়েছে। জব্দকৃত জিনিসপত্রের আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক এক কোটি টাকা।
অভিযান চলাকালীন, পাচারের কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত অবৈধ জিনিসপত্র এবং আটক ব্যক্তিকে আরও তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।