আগরতলা, ৯ জানুয়ারি: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিএম-র নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। পরবর্তী সময়ে সিপাহীজলা জেলাভিত্তিক মিছিল করে ডেপুটেশন প্রদান করেন তারা।
এদিনের মিছিলটি বিশ্রামগঞ্জ বাজার পরিক্রমা করে সিপিআইএম বিশ্রামগঞ্জ জেলা অফিসের সামনে পথ সভায় মিলিত হয়েছে। পথসভায় উপস্থিত ছিলেন রাসবিহারী দাস, তফসিল জাতির সমন্বয় সমিতির সিপাহীজলা জেলা সম্পাদক তপন দাস, রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস রাজ্য কমিটির সভাপতি রতন ভৌমিক। পরবর্তী সময়ে পাঁচ জনের প্রতিনিধি দল ডিএমের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন।

