আগরতলা, ৭ জানুয়ারি : আজ ত্রিপুরা ভ্যাটেনারি কাউন্সিল অফিসে আসামের শ্রীভূমি জেলার প্রতিনিধি দলের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সাফল্য খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন আসামের শ্রীভূমি জেলার এক প্রতিনিধি দল।
ওই দলের অধিকারিকগণ জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রকল্পের মধ্যে বিশেষ কি ব্যবস্থা রয়েছে তা পর্যবেক্ষণ করে আসামেও উন্নত প্রকল্প চালু করার ধারণা নেওয়ার জন্য এসেছেন তারা। এছাড়াও মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সাফল্য পর্যবেক্ষণ করা ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। এমনটাই জানিয়েছেন শ্রীভূমির ভ্যাটেনারী আধিকারিকগণ।