রায়পুর, ৭ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৮ জন ডিআরজি জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও। মঙ্গলবার উপমুখ্যমন্ত্রী বলেছেন শহীদ জওয়ানদের এই বলিদান বৃথা যাবে না। বস্তারকে নকশাল মুক্ত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সেই দিন খুব বেশি দূরে নেই, যখন দেশ থেকে নকশালবাদ ও সন্ত্রাস শেষ হবে। উল্লেখ্য, সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে প্রাণ হারান ৮ জন জওয়ান-সহ ৯ জন।
2025-01-07