বিজেপি শাসিত নিগমের তিন বছর পূর্তি, ওয়ার্ডে ওয়ার্ডে চলছে বিভিন্ন কর্মসূচি

আগরতলা, ৪ জানুয়ারি : বিজেপি শাসিত পুর নিগমের তিন বছর পূর্তি উপলক্ষ্যে ৪ নং ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণা দেবনাথ শনিবার এক আলোচনা সভা এবং দুস্থদের মধ্যে বস্ত্র দান কর্মসূচির আয়োজন করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বড়জলা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপি শাসিত পুর নিগম গঠিত হয়েছিল। কিছুদিন পূর্বে তিন বছর পূর্তি হয়েছে। তিন বছর পর পূর্তিকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

৪ নং ওয়ার্ডের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মেয়র বলেন, গত তিন বছরে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট ড্রেইন নির্মাণ করা হয়েছে। শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে।কিন্তু আরো কাজ বাকি আছে। যা আগামী দিনে সম্পূর্ণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বামফ্রন্টের সময়ে ২৫ বছরে পুর নিগমে সঠিকভাবে কোন কাজ করা হয়নি। বামফ্রন্টের সময় পুর নিগম এবং বর্তমানে বিজেপি শাসিত নিগম উন্নয়নের পরিপ্রেক্ষিতে জনগণ বিচার করে দেখেবেন। জনগণ নিজেদের উপলব্ধি থেকে বিচার করবে পুর নিগম কতটা কাজ করতে পেরেছে।

এদিকে, এতকিছু কাজ করার পরও ভোটের বাক্সে তার প্রতিফলন না ঘটায় বিস্ময় প্রকাশ করেন বড়জলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস।

অন্যদিকে পুর নিগমের ৬ নং ওয়ার্ডের উদ্যোগেও এদিন অনুষ্ঠিত হয় বস্ত্র দান কর্মসূচি সেখানে, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *