আগরতলা, ২৫ ডিসেম্বর : আজ বড়দিন উপলক্ষ্যে মরিয়ম নগর গির্জায় খ্রীষ্ট ধর্মাবলম্বীরা প্রার্থনা সহ কেক কাটা ও বাজি পটকা ফাটানোর আয়োজন করা হয়েছে। ক্রিসমাস উপলক্ষ্যে ২৪ তারিখ রাতে এই আয়োজনে প্রার্থনা করতে আসা ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে বিধায়ক রতন চক্রবর্তী আজ বিকেলে বড়দিন মেলা- 2024-এর উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, আজ যীশু খ্রীষ্টের জন্মদিন। খ্রিস্টানদের বড়দিন হিসেবে পরিচিত এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে যীশু খ্রীষ্ট পৃথিবীতে এসেছিলেন বলেই যীশুর ভক্তরা ২৫ শে ডিসেম্বরকে উৎসাহের সাথে পালন করে থাকে।
এদিকে, প্রতিবছর মরিয়ম নগর গির্জায় যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালন করা হয়৷ তাছাড়া, আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম দিয়ে গির্জাঘর সাজানো হয়। বড়দিন উপলক্ষ্যে বিরাট মেলার আয়োজনও করা হয়৷ এই বছরেও এর ব্যতিক্রম নেই। এই দুইদিন ব্যাপী মেলায় রাজ্যের বিভিন্ন অংশ থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বিধায়ক রতন চক্রবর্তী আজ বিকেলে বড়দিন মেলা- 2024-এর উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।