খাজুরাহ, ২৫ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বাবা সাহেব আম্বেদকরের দূরদৃষ্টি ভারতের জলসম্পদ, জল ব্যবস্থাপনা এবং বাঁধ নির্মাণকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আম্বেদকর জি ভারতের প্রধান নদী উপত্যকা প্রকল্পগুলির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমান কেন্দ্রীয় জল কমিশন গঠনের পিছনেও তাঁর প্রচেষ্টা রয়েছে।”
এরপরই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস কখনওই দেশের জল সংরক্ষণের ক্রমবর্ধমান চাহিদার প্রতি মনোযোগ দেয়নি এবং বাবা সাহেবের প্রচেষ্টাকে কখনও স্বীকৃতি দেয়নি।” প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “বিগত দশককে ভারতের ইতিহাসে জল সুরক্ষা এবং জল সংরক্ষণের এক নজিরবিহীন দশক হিসাবে স্মরণ করা হবে।”