বৃহস্পতিবার বক্সিং ডে টেস্ট: অনুশীলনে মগ্ন ভারত ও অস্ট্রেলিয়া

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : বুধবার বড়দিন। উৎসবের মেজাজ অস্ট্রেলিয়া জুড়ে। বৃহস্পতিবার থেকে মেলবোর্নের শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। এই উৎসবের মাঝেই ‘বক্সিং ডে’ টেস্টের প্রস্তুতি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তুঙ্গে। কোহলি-গিল-জয়সওয়ালদের ব্যাটিং অ্যাপ্রোচ ও শট সিলেকশন নিয়ে প্রশ্ন থাকলেও এ নিয়ে চিন্তা করতে চান না অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে একজন বাড়তি স্পিনার নিয়ে নামবে ইন্ডিয়া এরকমই একটা চিন্তাভাবনা করেছে। এদিকে এমসিজিতে ১৯ বছর বয়সি স্যাম কনস্টাসকে অভিষেক করাতে চলেছে অস্ট্রেলিয়া। চোটের কারণে কিছুটা শঙ্কা রয়েছে অস্ট্রেলিয়ার। তবুও ট্রাভিস হেডকে ফিট হিসেবে পেতে অস্ট্রেলিয়ার ত্রুটি নেই। অজি কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডের আশা হেড  খেলবেন।
এই সিরিজে ওপেনিং ছেড়ে  মিডল অর্ডারে ব্যাটিং করছেন ভারত অধিনায়ক। রহিতের  টানা ব্যর্থতায় ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে ব্যাটারদের শট সিলেকশন নিয়েও। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট দেওয়ার রীতি বদলাতে পারেননি কোহলির মতো তারকা। যদিও টেকনিক্যাল বিষয় কিংবা গেইম প্ল্যান প্রসঙ্গে কিছু বলতে নারাজ রোহিত।
রোহিত শর্মা বলেন, ‘কোহলি আধুনিক ক্রিকেটের গ্রেট। তাঁর সমস্যা তিনি নিজেই সমাধান করবেন। আর ব্যাটিং অর্ডার নিয়ে এত আলোচনার কিছু নেই। দলের জন্য যেটা ভালো, সেটাই করা হবে।’
এদিকে এমসিজির উইকেট পেসারদের হলেও, ভেন্যুর কিউরেটর নিশ্চিত করেছেন স্যুইংয়ের কারণে খেলা যাবে না এমনটা হবে না। তাই সবকিছু বিবেচনা করে একজন বাড়তি স্পিনার খেলাবে ভারত। একাদশে হয়তো ফিরতে চলেছেন ওয়াশিংটন সুন্দর। নেটে জাসপ্রিত বুমরার পাশাপাশি বোলিং করেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ৩ ম্যাচে ছিলেন না তিনি, তবে মেলবোর্ন টেস্টে তাঁকে দেখা যেতে পারে।
সম্ভাবনা রয়েছে দুটি পরিবর্তন নিয়ে নামবে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায় ফিরছেন স্কট বোল্যান্ড। আর ম্যাকসুইনির পরিবর্তে ওপেনিংয়ে নামবেন স্যাম কনস্টাস। বক্সিং ডে’তে যার বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। এ ব্যাটারকে নিয়ে বড় আশা স্বাগতিকদের। এখনও পর্যন্ত ৯ বার বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। অস্ট্রেলিয়ার ৫ জয়ের বিপরীতে দু’বার জিতেছে ভারত। তবে, ওই দুই জয় তাঁরা পেয়েছে সবশেষ দুই ম্যাচে ২০১৮ ও ২০২০ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *