BRAKING NEWS

জনস্বার্থ সংশ্লিষ্ট দাবীর ভিত্তিতে খোয়াইয়ে তিন সংগঠনের মিছিল সভা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ডিসেম্বরঃ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবীর ভিত্তিতে সোমবার খোয়াইয়ে সম্মিলিতভাবে মিছিল সভা করলো সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও সি আই টি ইউ।

এদিন বেলা বারোটা বাজার সাথে সাথে মূল ব্যানারকে সামনে রেখে দাবী সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান সোচ্চার গর্জমান মিছিল বের হয় জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে। মিছিলের পুরোভাগে ছিলেন জিএমপি র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা, সি আই টি ইউ– র রাজ্যনেতা নির্মল বিশ্বাস, কৃষক সভার জেলা সভাপতি আলয় রায়, মহকুমা সম্পাদক মনোজ দাস, ডি ওয়াই এফ আই- র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সদস্য বিষ্ণুজিত দস্তিদার, জি এম পি নেতা সুবোধ দেববর্মা ও নন্দলাল দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।মিছিল বনকর, নতুন টাউন হল কমপ্লেক্স, রঞ্জন রায় সেতু ও নিবেদিতা পার্ক হয়ে হাসপাতাল রোড অতিক্রম করে জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ ঘুরে আবার একই রাস্তা ধরে কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়।

ক্ষেতমজুর ইউনিয়নের মহকুমা সভাপতি নির্মল বিশ্বাসের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সময়ের সভা হয়।বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক নন্দলাল গোপ। দাবী সমূহের মধ্যে ছিল রেগায় কাজের শ্রমদিবস ও মজুরি বৃদ্বি করা, চারটি শ্রমকোড বাতিল করা, সরকারী দপ্তরে চুক্তি নিয়োগ বন্ধ করা, রাস্তাঘাটের দ্রুত সংস্কার করা, প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করা, পানীয় জলের পরিষেবা নিশ্চিত করা ও নেশার রমরমা বন্ধ করা ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *