দোহা, ১৯ ডিসেম্বর (হি.স.): কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বুধবার রাতে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে উড়িয়ে কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হল। সেই সঙ্গে নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফল্যে ভরা বছরটিকে আরো আলোকিত করল।
চলতি বছরে রিয়াল পঞ্চম শিরোপা জিতল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল। মঙ্গলবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী ভিনিসিউসের পাশ থেকে ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপে প্রথমার্ধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে এমবাপের পাস থেকে ব্যবধান বাড়ান রদ্রিগো। আর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করেন ভিনিসিউস জুনিয়র।