নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে তাঁর তুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। দিল্লির কর্কড়ডুমা আদালত ৭ দিনের জন্য জামিন মঞ্জুর করেছে।
উমর খালিদ বর্তমানে ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি হিংসার সঙ্গে সম্পর্কিত একটি বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। উমর খালিদকে ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।