BRAKING NEWS

মনু রেলওয়ে স্টেশনে টিটি মারপিটের ঘটনায় গ্রেফতার তিন

মনু রেলওয়ে স্টেশনে টিটি-কে মারপিটের ঘটনায় গ্রেফতার তিনআগরতলা, ১৮ ডিসেম্বর : মনু রেলওয়ে স্টেশনে টিটি-কে মারপিটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বে মনু রেলওয়ে স্টেশনে কলা ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন রেলের টিটি অতুল কৌশিক। তাঁকে মারপিটের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে আজ গ্রেফতার করেছে মনু জি আর পি থানার পুলিশ।

মনু জিআরপি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনই মহিলা, তাদের নাম রুবিনা চাকমা(২১), রজনামুখী চাকমা(৩০), বিনা চাকমা(৩৫)।

অভিযুক্তরা সংবাদ প্রতিনিধিদের জানিয়েছে, ওই দিন ব্যবসার মালপত্র দেখে টিটি তাদের কাছে ৩০০০ টাকা চেয়েছিলেন। তাঁরা দিতে অস্বীকার করায় ওই টিটি তাদের মালপত্র ট্রেনের বাইরে বের করে দেয়।

তাঁরা আরো বলেন, ওই ঘটনায় তারা টিটিকে মারধর করেন নি। বরং উপস্থিত জনগণ তাঁকে ধোলাই দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *