BRAKING NEWS

ধস শেয়ার বাজারে, ৫০০ পয়েন্ট নীচে নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি. স.) : ধস অব্যাহত শেয়ার বাজারে। চলতি সপ্তাহে পর পর তিন দিন নিম্নমুখী হল বাজার। বুধবারও ৫০০ পয়েন্ট নীচে নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক।

ডিসেম্বরের গোড়া থেকে বাজারে অব্যাহত রয়েছে অস্থিরতা। চলতি সপ্তাহের শুরুতেও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সেনসেক্স ও নিফটি। এর জেরে গত তিন দিনে বাজারে ৬ লক্ষ কোটি টাকার লোকসান দেখা দিয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৩ ডিসেম্বর ৪৬৯ লক্ষ কোটি টাকা। তিন দিন টানা পতনের জেরে সেই মূলধন কমে দাঁড়িয়েছে ৪৫৩ লক্ষ কোটি টাকা।

বুধবার ১৮ ডিসেম্বরে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ০.৬২ শতাংশ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ০.৫৬ শতাংশ কমেছে। এর জেরে সেনসেক্স নেমে গিয়েছে ৮০ হাজার ১৮২ পয়েন্টে এবং নিফটি সাড়ে ২৪ হাজার ১৯৮ পয়েন্টে। বিএসই মিডক্যাপ সূচক ০.৬১ শতাংশ কমেছে এবং স্মলক্যাপ সূচকটি ০.৭৬ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে বাজার সূত্রে খবর। গত তিনটি সেশনে মোট ১৯৫১ পয়েন্ট নীচে নেমেছে সেনসেক্স।

এদিন সকালে সেনসেক্স এবং নিফটি খুলেছিল যথাক্রমে ৮০,৬৬৬.২৬ ও ২৪,২৯৭.৯৫ পয়েন্টে। দুই বাজারই দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৮৬৮.০২ এবং ২৪,৩৯৪.৪৫ পয়েন্টে চড়েছে বলে জানিয়েছে বিএসই ও এনএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *