আগরতলা, ১৮ ডিসেম্বর: স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকুরি প্রদান করছে রাজ্য সরকার। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত ১৩ হাজারের অধিক সরকারি চাকরি হয়েছে। কিন্তু স্বচ্ছতা বজায় রেখে সবাইকে চাকরি প্রদান করা হয়েছে। তাঁর কথায়, রাজ্যের সমস্ত বেকারদের চাকুরি প্রদান করা সম্ভব নয়। তারপর রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নতুন নতুন পদ সৃষ্টি করছে।
এদিন তিনি আরও বলেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিনিয়োগকারীদের সাথে কথা চলছে। আগামী দিনে রাজ্যে বেকার সমস্যা আর থাকবে না।