নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বুধবার সংসদে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ার।
উপরাষ্ট্রপতির কার্যালয় সূত্রে বুধবার জানানো হয়েছে, রাজ্যসভার সাংসদ শরদ পাওয়ার আজ সংসদ ভবনে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রসঙ্গত, বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন এনসিপি-এসপি প্রধান তথা রাজ্যসভার সাংসদ শরদ পাওয়ার।